ফসল খাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ লাভজনক, টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা কৃষি মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণের ফলে খাদ্যশস্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা, বিভিন্ন ফসলের উন্নত ও প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবন, নতুন শস্য বিন্যাস, পানি সাশ্রয়ী প্রযুক্তি, ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে সেচ এলাকা সম্প্রসারণ, সমন্বিত বালাইনাশক পদ্ধতি প্রয়োগ, কৃষির যান্ত্রিকীকরণ, ট্রান্সজেনিক ফসল (জিএমও) উৎপান ইত্যাদি সাফল্য অর্জিত হয়েছে। বিগত তিন বছরে ১০৩৯ লক্ষ মে. টন চাল, ৪০ লক্ষ মে.টন গম, ১৮৭ লক্ষ মে.টন আলু, ৭৭ লক্ষ মে.টন ভুট্টা, ৪৪৪ লক্ষ মে.টন সবজি, ৩৩২.৫২ লক্ষ মে.টন ফল এবং ১২৪.১৮ লক্ষ মে.টন মসলা উৎপাদিত হয়েছে। এ সময়কালে উপকরণ হিসেবে মোট ৪ লক্ষ মে.টন বিভিন্ন ফসলের বীজ সরবরাহ করা হয়। বিগত তিন বছরে উন্নয়ন সহায়তা হিসেবে সার ও অন্যান্য কৃষি উপকরণে প্রায় ৬.০০ কোটি টাকা, কৃষি পুনর্বাসন খাতে প্রায় ৮.০০ কোটি টাকা এবং ৫০% হ্রাসকৃত মূল্য্যে খামার ও কৃষি যন্ত্রপাতি কৃষকদের নিকট সরবরাহ করা হয়েছে। এ সময়ে লবণাক্ততা, জলাবদ্ধতা ও খরা সহিষ্ণুসহ বিভিন্ন ফসলের ৫০ টি উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS