করণীয়: ১। পোকার উপস্থিতি কম হলে হাত বাছাই করে মেরে ফেলতে হবে।
২। সবজি ক্ষেতে নেট এর ব্যবস্থা করা।
৩। পূর্নাঙ্গ পোকা দমনের জন্য স্পোডো লিউর বিঘা প্রতি ৫-৬ টি ফেরোমন ফাঁদ বসাতে হবে।
৪। আক্রমণের মাত্রা বেশী হলে প্রতি ১০ লিটার পানিতে কোরাজেন (প্রেট্রোকেম কোম্পানি) ৫মিলি মিশিয়ে স্প্রে করতে হবে/
৫। প্রতি ১০ লিটার পানিতে ৬-৮ মিলি নাইট্রো মিশিয়ে স্প্রে করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস