প্রতিরোধে করণীয়:
১. জমিতে পানি ধরে রাখতে হবে (১-২ ইঞ্চি)
২. বিঘা প্রতি/৩৩ শতকে ৫-৭ কেজি এমওপি সার উপরি প্রয়োগ করতে হবে।
৩. এই সময়ে ইউরিয়া উপরি প্রয়োগ বন্ধ রাখতে হবে।
৪. অনুমোদিত ছত্রাকনাশক যেমন, নাটিভো/ স্টমিন/ব্লাস্টিন/টেনস কোর/ট্রপার যে কোনো ১টি ছত্রাকনাশ ( প্রতি ১০ লিটার পানিতে ৮ গ্রাম ছত্রাকনাশক+২৫-৩০গ্রাম কুইক পটাশ/ফাস্ট পটাশ) মিশিয়ে জিমিতে প্রয়োগ করতে হবে।
৫. প্রথমবার স্প্রে করার ৭-১০ দিনের মধ্যে পুনরায় আর একবার স্প্রে করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস